পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ব্যাংকিং সুবিধার আওতায় আনার উদ্যোগ থাকলেও তাদের বেশি মুনাফা দেয়ার উদ্যোগ নেই। বাংলাদেশ ব্যাংক থেকেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাহফুজুর রহমান বলেন, হিসাব খোলার সুযোগ দেয়া হলেও বেশি মুনাফা দেয়ার কোনো উদ্যোগ নেই। তবে কোনো গোষ্ঠী এ ব্যাপারে দাবি জানালে অবশ্যই গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। ব্যাংকগুলোও এ উদ্যোগ নিলে সাধুবাদ জানানো হবে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের ফলে কৃষক, মুক্তিযোদ্ধা, পরিচ্ছন্নতা কর্মী, বিধবা ও দুর্গতসহ কয়েক শ্রেণী-পেশার জনগণ ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছেন। ফলে ব্যাংকগুলো প্রায় ৩৫ লাখ নতুন হিসাব খুলতে পেরেছে। এছাড়া ৯৬ লাখ কৃষক ব্যাংক হিসাব খুলেছে। এসব হিসাবে আমানতও জমা হচ্ছে।
এসব গ্রাহক বলছেন, ব্যাংকে হিসাব খোলার সুযোগ দেয়া হয়েছে ঠিকই, কিন্তু আমানতের ওপর মুনাফা বেশি দেয়ার কোনো উদ্যোগ নেই। বেশি মুনাফা দেয়ার উদ্যোগ নেয়া হলে পিছিয়ে পড়ারা উপকৃত হবেন।
জানা গেছে, সোনালী ব্যাংক গ্রামীণ গ্রাহকের আমানতে ১ শতাংশ বেশি মুনাফা দিয়ে আসছে। এছাড়া প্রবাসী হিসাবধারীদেরও ১ শতাংশ বেশি মুনাফা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আদিবাসীদের কিছু অতিরিক্ত সুবিধা দিচ্ছে। তবে সমাজের পিছিয়ে পড়া
জনগোষ্ঠী, বিশেষ করে আদিবাসীদের এ ধরনের বেশি মুনাফা দেয়ার কোনো উদ্যোগ নেই। এছাড়া অবসরপ্রাপ্ত কর্ম
Discussion about this post