সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিস এ খান ট্রাস্ট ব্যাংকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল) এবং প্রিমিয়ার ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক এমডি কে এম মাজেদুর রহমান শাহজালাল ইসলামী ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম ব্যাংক এশিয়ায়, সাবেক নির্বাহী পরিচালক (ইডি) নওশাদ আলী চৌধুরী পূবালী ব্যাংকে ও আরেক সাবেক ইডি আহসান উল্লাহ মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হয়েছেন।
অন্যান্য সাবেক এমডিদের মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একরামুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকে, যমুনা ব্যাংকের শফিকুল আলম এবি ব্যাংকে, ইউসিবি ও প্রিমিয়ার ব্যাংকের ইউসুফ খান ঢাকা ব্যাংকে, শাহজালাল ইসলামী ও মার্কেন্টাইল ব্যাংকের আবদুর রহমান সরকার যমুনা ব্যাংকে, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের রফিকুল ইসলাম যমুনা ব্যাংকে এবং যমুনা ব্যাংকের মতিউর রহমান এনআরবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হয়েছেন।
স্বতন্ত্র পরিচালক হিসেবে কেমন ভূমিকা রাখতে পারছেন, এমন প্রশ্নের জবাবে আনিস এ খান বলেন, ‘এটা পুরোপুরি নির্ভর করে ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের ওপর। তাঁরা যদি কোনো পরামর্শ দেওয়ার সুযোগ না দেন বা গ্রহণ না করেন, তাহলে কিছুই করার থাকে না। একক পরিবার বা গ্রুপের অধীনে যেসব ব্যাংক আছে, সেখানে কিছুই করার থাকে না। তবে এর বাইরেও কয়েকটি ব্যাংক আছে, যেখানে কাজের সুযোগ আছে।’
বর্তমানে নিয়মে কোনো ব্যাংক থেকে এমডি হিসেবে অবসর নেওয়ার পর ওই প্রতিষ্ঠানের উপদেষ্টা ও পরামর্শক হতে হলে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হয়। তবে এক ব্যাংক থেকে এমডি হিসেবে অবসর নেওয়ার পরপরই অন্য ব্যাংকে উপদেষ্টা বা পরামর্শক হওয়া যায়। অবশ্য কোনো ব্যাংকের সাবেক পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কোনো কর্মকর্তা (নিয়মিত বা চুক্তিভিত্তিক) কখনই ওই ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হতে পারেন না। যাঁরা ছিলেন, ইতিমধ্যে তাঁদের বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
স্বতন্ত্র পরিচালকেরা পরিচালনা পর্ষদের একেকটি সভায় যোগ দিলে মাত্র ৭ হাজার ২০০ টাকা সম্মানী পান। এটাকে খুবই নগণ্য বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বতন্ত্র পরিচালক। তিনি বলেন, ‘আমার ৩৫ বছরের অভিজ্ঞতা আছে। ব্যাংকের কোনো সভা চার-পাঁচ ঘণ্টার আগে শেষ হয় না। যে সম্মানী দেওয়া হয়, এটা খুবই নগণ্য। ভারতেও স্বতন্ত্র পরিচালকের সভার ফি এক লাখ রুপি।’
তবে সাবেক ব্যাংকারদের সবাই যে স্বতন্ত্র পরিচালক হন, তা–ও নয়। কেউ কেউ ব্যাংকের উপদেষ্টা, আবার কেউবা কোনো পরিচালকের প্রতিনিধি হিসেবেও যোগ দেন।
Discussion about this post